শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছিল আফগানিস্তান। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে সমতা ফেরে সিরিজে। তাই শেষ ওয়ানডে ম্যাচটি সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। মেহেদী হাসান মিরাজ ৬ রান এবং তাওহীদ হৃদয় ৫ রানে ব্যাট করছেন।
সোমবার (১১ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। এরপর পিচে ধরে রাখতে পারেননি তামিমও।
পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে কাভার পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। ১৯ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হোসেনও। ৭ বলে ৪ রান করে রান আউট হন তিনি। এতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।