সোমবার, ০৭ Jul ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ আগামী বছর হজযাত্রীর ব্যয় ৫০ হাজার থেকে এক লাখ টাকা কমানো হচ্ছে। গতবারের চেয়ে ব্যয় কমিয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আজ ঘোষণা করা হজ প্যাকেজ।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সচিবালয়ে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সভা থেকেই আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বিমান ভাড়া কমিয়ে এবং হজযাত্রীদের সব ধরনের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে এবার হজের খরচ কমানোর পরিকল্পনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুটি প্যাকেজের মধ্যে একটি মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ। এতে গত বছরের তুলনায় ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেম শরিফ থেকে চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এক্ষেত্রে খরচ প্রায় লাখ টাকা কমতে পারে। তবে এবার সমুদ্রপথের বা বিশেষ কোনো প্যাকেজ থাকছে না বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, ‘প্লেন ভাড়া ছাড়া হজের খরচ কমানোর তেমন কোনো সুযোগ নেই। তারপরও যেটুকু কমানোর সুযোগ ছিল, তা ডলারের দাম বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিতভাবে কমছে না। গত বছর রিয়ালের দর ছিল ২৯ টাকা। এবার তা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে।