রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিম।
সোমবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।
এতে বলা হয়, দ্য বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন অর্ডার ১৯৭৩-এর আর্টিকেল ৭ অনুযায়ী বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিমকে নিয়োগ দেয়া হয়েছে।
এ. এস. এম. আব্দুল হালিমকে তার যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।