রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ :
তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ কঠিন সময় পেরিয়ে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই: সেনাপ্রধান পলাশবাড়ীতে বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নগরে পরিচ্ছন্ন ভাব আনতে তারের জঞ্জাল সরানো হবে : মেয়র তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে- বিসিবি সভাপতি ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকিতে পরিবেশ

নিখোঁজ এম.ইলিয়াস আলীর সন্ধানে যুবদলের মানববন্ধন

ওসমানীনগর বালাগঞ্জ প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার তাজপুর বাজারে উক্ত মানবন্ধনে বৃষ্টি উপেক্ষা করেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজারা নেতাকর্মীরা মানবন্ধনে উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহবায় আহবাবুল ইসলাম আহবাব, ও ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল ক্ষমতায় থাকা স্বৈরাচার আওয়ামী সরকার সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখে। দির্ঘ এক যুগের পর থেকেও নিখোঁজ রয়েছেন এম.ইলিয়াস আলী। এম. ইলিয়াস আলীকে ফিরে পেতে বিভিন্ন সময় আন্দোলন করলে ও সাবেক ফ্যাসিবাদী অবৈধ সরকার আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যা ও পুলিশী নির্যাতন চালায়। আওয়ামী লীগের আয়না ঘরে বিএনপির অনেক শীর্ষ নেতাকে বন্দি করে রাখা হয়েছে। স্বৈরাচার সরকার পতনের পর এসব নেতা কর্মীরা একে একে ফিরলেও আমরা এম. ইলিয়াস আলীর ফিরার অপেক্ষায় রয়েছি। এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে দূর্বার আন্দোলন গড়ে তুলারও হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

মানব বন্ধনে উপস্হিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ময়নূল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুখ, উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল রুফ আব্দুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিএনপি নেতা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, আলী আজগর ফয়েজ, এ.এসএম মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, ছালিকুর রহমান, আবুল কালাম, আনহার মিয়া, আকিক চৌধুরী, হাবিুব রহমান, সৈয়দ হুমায়েল আহমদ। সদস্য আব্দুল গফুর, আক্ষাছ মিয়া, মুকিদ মিয়া,আবুল কালাম, এমদাদ আহমদ, তছির আলী, আব্দুল কাদির, কয়েছ আহমদ,শিপু মিয়া, ঝুনু মিয়া, কবির মিয়া, সনজিৎ ব্যানার্জী। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ মিয়া। শ্রমিক দলের সহ-সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক রিপন মিয়া, যুগ্ম সম্পাদক লিঠন মিয়া, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উলামা দলের আহবায়ক কবির আহমদ। উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক ফুজায়েল আহমদ, রাজু আহমদ, আল মাসুম আবির। উমরপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রব, সাদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ,সাধারণ সম্পাদক,লুকু মিয়া,পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুবের আহমদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বুরুঙ্গা বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া,সাধারণ সম্পাদক মখন মিয়া,গোয়ালা’বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম আহমদ শাহীন,সাধারণ সম্পাদক খালেদ হোসেন,তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌছ আলী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,দয়ামির ইউনিয়ন যুবদলের সভাপতি কওছর মিয়া,সাধারণ সম্পাদক জুয়েল মিয়া,উছমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দীন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

সভার শেষে এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মোনাজাত করেন জেলা উলামা দলের আহবায়ক মাওলানা নুরুল হক।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com