শনিবার, ০৫ Jul ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ :
মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ আড়াইহাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলে বাবা কে হত্যা করে    প্রবাসীর বাড়ির উঠানে বাথরুম তোলার হুমকি পুলিশের কাশিমপুর ভূমি কর্মকর্তা ১নং খতিয়ানের খাস ভূমি নিয়ে কোটি টাকার বাণিজ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বন্দর থানার মেহেদী হত্যা মামলার মূল আসামিসহ ৯ জন আসামি গ্রেফতার

চট্টগ্রামে ১২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ, গ্রেফতার -১২

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ
চট্টগ্রামে পৃথক অভিযানে ১২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে নৌ পুলিশ ও আনোয়ারা উপজেলা প্রশাসন। এসব ঘটনায় ১৫ জনকে গ্রেফতার, পৃথক পাঁচটি মামলা এবং জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে নগরের শাহ আমানত সেতু ও শুক্রবার আনোয়ারা উপজেলায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।
বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বর্তমানে সাগরে মাছ ধরা কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ (পঁয়ষট্টি) দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
নৌ পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করে ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্টা ও তুলার ডানডি মাছ জব্দ করা হয়। এ সময় ১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, ‘ট্রাক থেকে ককসিটের বক্সের ভেতরে রাখা প্রায় ৬ হাজার ৯০০ কেজি লইট্টা ও তুলার ডানডি মাছ পাওয়া যায়। এ ঘটনায় পৃথকভাবে ৫টি মামলা হয়েছে। গ্রেফতার হওয়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি জানান, জব্দ করা মাছগুলো বিজ্ঞ আদালতের আদেশে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও জেল খানার কয়েদিদের জন্য বিতরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় ৫ হাজার কেজি লইট্যা ও বাইলাসহ বিভিন্ন প্রজাতীর সামুদ্রিক মাছ জব্দ করে উপজেলা প্রশাসন।
এ সময় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুই ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। পরে জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামের মাধ্যমে ৩ লাখ ১২ টাকায় নিলাম বিক্রি করা হয়।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com