Dhaka 11:56 am, Saturday, 22 November 2025

নতুন গান নিয়ে আসছেন লায়লা ও কামরুজ্জামান রাব্বি।

  • Reporter Name
  • Update Time : 03:59:19 pm, Thursday, 16 May 2024
  • 346 Time View
১০

শাহীন আলম সিলেট থেকে:-  ১৭ই মে ২০২৪, শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও। গানটির শিরোনাম “প্রেম করিবো সুজন চিনে”। জনপ্রিয় গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী লেখক মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।

এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক। ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা বাজে গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি বলেন, চমৎকার কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।

সেই সাথে উভয় গানের গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশাকরছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে। পরিচালক নাহিদুল হক বলেন, কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে।

আশাকরছি সব শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন। গানটির গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁন গানটি প্রসঙ্গে বলেন আমার লেখা গান ইতিমধ্যে দেশের সুনামধন্য শিল্পী মনির খান, তসিবা,সহ আরো অনেকে গেয়েছেন এবার লায়লা ও রাব্বি গেয়েছে প্রেম করিবো সুজন চিনে আসার করি দর্শকদের ভালো লাগবে গানের কথা ও সুর খুবই চমৎকার। আমি সবসময়ই আমার দর্শকদের কথা চিন্তা করেই গান লেখি আগামীতেও লেখবো ইনশাআল্লাহ।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

নতুন গান নিয়ে আসছেন লায়লা ও কামরুজ্জামান রাব্বি।

Update Time : 03:59:19 pm, Thursday, 16 May 2024
১০

শাহীন আলম সিলেট থেকে:-  ১৭ই মে ২০২৪, শুক্রবার আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও। গানটির শিরোনাম “প্রেম করিবো সুজন চিনে”। জনপ্রিয় গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী লেখক মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।

এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী হাছিব খান শান্ত ও প্রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাহিদুল হক। ১৭ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা বাজে গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী লায়লা ও কামরুজ্জামান রাব্বি বলেন, চমৎকার কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।

সেই সাথে উভয় গানের গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশাকরছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে। পরিচালক নাহিদুল হক বলেন, কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে।

আশাকরছি সব শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন। গানটির গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁন গানটি প্রসঙ্গে বলেন আমার লেখা গান ইতিমধ্যে দেশের সুনামধন্য শিল্পী মনির খান, তসিবা,সহ আরো অনেকে গেয়েছেন এবার লায়লা ও রাব্বি গেয়েছে প্রেম করিবো সুজন চিনে আসার করি দর্শকদের ভালো লাগবে গানের কথা ও সুর খুবই চমৎকার। আমি সবসময়ই আমার দর্শকদের কথা চিন্তা করেই গান লেখি আগামীতেও লেখবো ইনশাআল্লাহ।।