বিমানের এমডির সঙ্গে ঢাকা কাস্টমস কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : 08:07:51 am, Tuesday, 6 February 2024
- / 310 Time View
নিজস্ব প্রতিবেদকঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের (অতিরিক্ত সচিব) সঙ্গে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় তারা ঢাকাকে কার্গো হাব হিসেবে গড়ে তোলা, ফ্রেইটার চালু করা, ট্রানজিট বা ট্রান্সফার কার্গো ব্যবস্থাপনা প্রক্রিয়া, ওয়্যার হাউজ নির্মাণ, বিমান কার্গো ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে কাস্টমসের সিস্টেমের ইন্ট্রিগেশন, আমদানি-রপ্তানি ব্যবস্থা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, সাক্ষাৎকালে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. ছিদ্দিকুর রহমান, পরিচালক কার্গো মো. কামরুল হাসান খান, ঢাকা কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীনসহ বিমানের কার্গো পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















