এবার বিয়ের পিঁড়িতে উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ
- Update Time : 08:38:02 am, Wednesday, 24 January 2024
- / 359 Time View
বিনোদন ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সুখবর দিয়েছেন মৌসুমী হামিদ, ফারহান আহমেদ জোভান ও নাজিয়া হক অর্ষা। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। তাঁর বরের নাম আরিফ হক। বিয়ের খবরটি গণমাধ্যমে জানিয়েছেন মৌ নিজেই। জানা গেছে, পারিবারিকভাবেই ছোট আয়োজনে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিয়ের খবর মৌসুমী নিজেই নিশ্চিত করেছেন। এ বিষয়ে অভিনেত্রী জানান, আরিফ তাকে পছন্দ করতেন। একপর্যায়ে দুই পরিবারের সম্মতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খুব শিগগিরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
জানা গেছে, মৌ-এর স্বামী আরিফ পড়াশোনা করেছেন বুয়েটে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, বিয়ের খবরটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে মৌ-এর স্বামী আরিফ লিখেছেন, ‘কবি কী বলেছেন, মনে আছে কিছু? আমি তো প্রেমে পড়িনি! প্রেম আমার ওপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমিই তার প্রেমে পড়েছি। পড়েছি তো পড়েছি, বিয়ে না করে আর উঠতে পারিনি।’ সবশেষ তিনবার আলহামদুলিল্লাহ লিখে সবার কাছে দোয়া চেয়েছেন আরিফ।






















