সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

সর্বশেষ :
নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ফতুল্লায় বাংলাদেশ বাউল সমিতির উদ্যোগ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ, এসপির প্রত্যাহারের দাবি জেলা বাসীর আজ হজ ফ্লাইট শুরু আনিস হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ মরহুমার মাগফেরাত কামনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের দোয়া মাহফিল সম্পন্ন বন্দরে ব্রাহ্মণপুত্র নদে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু নবাবগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী রূপগঞ্জে এক ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার দিনাজপুরে অসামাজিক কার্যকলাপে থাকাবস্থায় ৪ নারীসহ আটক ১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক রোজিমের লাশ দেশে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এর আগে গত সোমবার রোকনপুর সীমান্তের ২২৪ নম্বর মেইন পিলারের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার, ১৫৯ বিএসএফের আরকে ওয়াদা বিওপি কমান্ড্যান্ট অশোক কুমার, বাংলাদেশ পুলিশের গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রফিক, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবপুর থানার পুলিশ কর্মকর্তা, রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিঠুন আলী ও নিহতের বাবা আবুল কালাম। ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জব্বার জানান, মঙ্গলবার সকালে রোজিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউপি সদস্য মিঠুন আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে রোকনপুর গ্রামে লাশ দাফন করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন রোজিম (৩৫) নামে ওই বাংলাদেশি গরুর রাখাল।

 

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com