শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসেছেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফরমাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আসেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিমানবন্দরে সৌরভকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন সৌরভ। বৈঠকে আগামী ১৭ জুলাই থাইল্যান্ডে হতে যাওয়া বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের পূর্ব প্রস্তুতি নিয়ে আলাপ করবেন তারা। পরে বিমসটেকের কার্যালয়ে যাবেন সৌরভ কুমার।
বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা ছিল। তবে লেকফেল বর্তমানে ঢাকায় না থাকায় সেটি হচ্ছে না।