Dhaka 8:02 pm, Saturday, 22 November 2025

মগর আলী হত্যা মামলার ২ নাম্বার আসামি জামিনে এসে সকল রহস্য ফাঁস।

  • Reporter Name
  • Update Time : 12:18:45 pm, Wednesday, 1 June 2022
  • 369 Time View

মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ

মগর আলী হত্যার ঘটনা মোর নিলো অন্যদিকে লাইভে এসে যা বললেন তার ভাই ২নং আসামী আরব আলী ।

হাইকোট থেকে ২৮ দিনের জামিন পেয়ে বিশেষ এক সাক্ষাতকারে তিনি বলেন মগর আলীকে তারা হত্যা করেনি ১৬ /৪/২০২২ শনিবার সামন্য ঝগরা ঝাটি নিয়ে ক্ষিপ্ত হয়ে মগর আলী নিজেই মুখোশ ধারি গুন্ডা নিয়ে তাদেরকে হত্যা করতে আসে ।

সেদিন প্রথম যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে জুয়েল ১৩ এর সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে মগর আলীর সাথে হাতাহাতি হয় সে সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না ।
আমি ছিলাম একটা ইফতার পাটিতে সেই ইফতার পাটিতে স্বয়ং আমাদের মাননীয় এমপি আলহাজ্ব শেখ আফিল সাহেব উপস্থিত ছিলেন ।
ইফতার শেষে কাগজ পুকুর আমি আমাদের দোকানের সামনে আসা মাত্র জানলাম মগর আলীর সাথে
আমার বড় ছেলে হারুনের হাতাহাতি হয়েছে ।
এবং মগর আলী নাকি হারুনের ছেলে জুয়েল কে চর থাপ্পর আর রড দিয়ে মারছিলো হারুন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ঠেকাতে গেলে তার সাথে ও কোস্তাকুস্তি হয় ।
পরে গ্রামের কয়েকজন লোক এসে তাদেরকে ছারিয়ে দেয় । এবং আরব আলী আরো বলেন প্রথম মারামারির পর যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে সোহেল আর আমি আমাদের দোকানের সামনে দাড়ীয়ে কথা বলছি হঠাৎ মগর আলী এবং তার ২ ছেলে সহ
মুখোশ ধারী কয়েকজন লোক ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন চালায় । তখন আমাদের হাতে কোন অস্ত্র বা লাঠিও ছিলোনা বরং আমরা ৩ জনই মার খেয়ে জখম হয়েছি । আমাদের শরীরে দা এবং লাঠির আঘাতের ক্ষত দেখলে সবাই বুঝবেন ।
তবে আমার যতটুকু ধারণা মগর আলীর সাথে যারা মুখোশ পরে এসে ছিলো তাদের ভিতর থেকে কেউ মগর আলীকে সুযোগ বুঝে হত্যা করেছে । হয়তবা আমাদেরকে ফাসিয়ে দেওয়ার জন্য আর না হলে মগর আলীর সাথে তাদের পূরবের কোন জের ছিলো ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Murad Ahmed

Popular Post

ফতুল্লা থানা পুলিশ ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে

মগর আলী হত্যা মামলার ২ নাম্বার আসামি জামিনে এসে সকল রহস্য ফাঁস।

Update Time : 12:18:45 pm, Wednesday, 1 June 2022

মোঃ রাজিব জোয়ার্দ্দার, সিনিয়র রিপোর্টারঃ

মগর আলী হত্যার ঘটনা মোর নিলো অন্যদিকে লাইভে এসে যা বললেন তার ভাই ২নং আসামী আরব আলী ।

হাইকোট থেকে ২৮ দিনের জামিন পেয়ে বিশেষ এক সাক্ষাতকারে তিনি বলেন মগর আলীকে তারা হত্যা করেনি ১৬ /৪/২০২২ শনিবার সামন্য ঝগরা ঝাটি নিয়ে ক্ষিপ্ত হয়ে মগর আলী নিজেই মুখোশ ধারি গুন্ডা নিয়ে তাদেরকে হত্যা করতে আসে ।

সেদিন প্রথম যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে জুয়েল ১৩ এর সাথে সামান্য কথা কাটাকাটি নিয়ে মগর আলীর সাথে হাতাহাতি হয় সে সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না ।
আমি ছিলাম একটা ইফতার পাটিতে সেই ইফতার পাটিতে স্বয়ং আমাদের মাননীয় এমপি আলহাজ্ব শেখ আফিল সাহেব উপস্থিত ছিলেন ।
ইফতার শেষে কাগজ পুকুর আমি আমাদের দোকানের সামনে আসা মাত্র জানলাম মগর আলীর সাথে
আমার বড় ছেলে হারুনের হাতাহাতি হয়েছে ।
এবং মগর আলী নাকি হারুনের ছেলে জুয়েল কে চর থাপ্পর আর রড দিয়ে মারছিলো হারুন হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ঠেকাতে গেলে তার সাথে ও কোস্তাকুস্তি হয় ।
পরে গ্রামের কয়েকজন লোক এসে তাদেরকে ছারিয়ে দেয় । এবং আরব আলী আরো বলেন প্রথম মারামারির পর যখন আমার বড় ছেলে হারুন আর হারুনের ছেলে সোহেল আর আমি আমাদের দোকানের সামনে দাড়ীয়ে কথা বলছি হঠাৎ মগর আলী এবং তার ২ ছেলে সহ
মুখোশ ধারী কয়েকজন লোক ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন চালায় । তখন আমাদের হাতে কোন অস্ত্র বা লাঠিও ছিলোনা বরং আমরা ৩ জনই মার খেয়ে জখম হয়েছি । আমাদের শরীরে দা এবং লাঠির আঘাতের ক্ষত দেখলে সবাই বুঝবেন ।
তবে আমার যতটুকু ধারণা মগর আলীর সাথে যারা মুখোশ পরে এসে ছিলো তাদের ভিতর থেকে কেউ মগর আলীকে সুযোগ বুঝে হত্যা করেছে । হয়তবা আমাদেরকে ফাসিয়ে দেওয়ার জন্য আর না হলে মগর আলীর সাথে তাদের পূরবের কোন জের ছিলো ।