শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার বিপক্ষে সাজ্জাদের অভিষেক, কেমন হলো একাদশ

ফিফা প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর আসিয়ান অঞ্চলের দেশটির সঙ্গে ম্যাচ খেলার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের একাদশে চমক রয়েছে। সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে নিয়ে সাজানো হয়েছে একাদশ।

আজ (বুধবার) ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ। বান্দুংয়ের জালাক হারুপাত সোরেং স্টেডিয়ামে সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে হাভিয়ের কাবরেরার দল। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন।
আর জাতীয় দলে প্রথমবারের মতো ‘নাম্বার নাইন’ হিসেবে অভিষেক হচ্ছে সাজ্জাদ হোসেনের। নাবীব নেওয়াজ জীবন ও সুমন রেজা না থাকায় সাজ্জাদের সামনে সুযোগটা এসেই গেলো।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ একবারই জয় পেয়েছিল, সেটা বিশ্বকাপ বাছাইয়ে ১৯৮৫ সালে ঢাকার মাঠে। কায়সার হামিদ ও আশরাফ উদ্দিন চুন্নুর গোলে তাদেরকে ২-১ গোলে হারিয়েছিল। এরপর কোনোবারই জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ২০০৮ সালে মারদেকা কাপে ২-০ গোলের হার আছে। দীর্ঘদিন পর দুই দল মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com