বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা এনসিপি’র নতুন কার্যালয় উদ্বোধনে রাজনৈতিক বার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন

নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

আজ ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার পঞ্চবটি থেকে পাগলা পর্যন্ত এলাকার বালু ব্যবসায়ী/মালিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ. এইচ. এম. রাসেদ। সভায় বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল মাহামুদ ও বালু ব্যবসায়ী/মালিকদের মধ্যে বক্তব্য রাখেন বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ হানিফ মিয়া, সদস্য জনাব মোঃ মাহাবুব হোসেন এবং জনাব আলীমুল রাজী। সভায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন) এর ধারা ২০ অনুযায়ী প্রণীত বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ মোতাবেক পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে নিচের পদক্ষেপসমূহ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়ঃ
১.পানি স্প্রে করা: বালুরস্তূপ,লোডিং ও আনলোডিং পয়েন্ট এবং পরিবহন পথের আশেপাশে নিয়মিত পানি স্প্রে করলে বাতাসে বালুর কণা ছড়ানো কমে যাবে।

২.ঢেকে রাখা: বালু মজুত করার জায়গা এবং বালুবহন কারী ট্রাকগুলোকে উপযুক্ত কভার বাত্রিপল দিয়ে ঢেকে রাখা উচিত যাতে বাতাস বা চলাচলের সময় ধুলো না ওড়ে।

৩.নিয়মিত পরিষ্কার করা: বালু লোড বা আনলোড করার সময় আশেপাশে অথ বা মূল সড়কে যে বালু বা ধুলো পড়ে, তা নিয়মিত লোকবল দ্বারা পরিষ্কার করতে হবে।

৪. নির্দিষ্টগতিবজায়রাখা: বালুপরিবহন কারী ট্রাকগুলো নির্দিষ্ট এলাকার মধ্যে ধীরগতিতে চালানো উচিত, কারণ দ্রুতগতির কারণে বেশি ধুলো উড়তে পারে।

৫. মাস্ক ব্যবহার: কর্মীদের ধুলো থেকে বাঁচতে N95 বা উন্নতমানের মাস্ক পড়তে উৎসাহিত করতে হবে।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানায় যে, জেলার দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিত মনিটরিং ও অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে।– নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তরের এ, এইচ, এম রাসেদ । সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে আসতেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিচ্ছি ও নবায়ন করতেছি এই প্রতিষ্ঠানগুলিকে আমরা নিয়মিত মনিটরিং করে আসতেছি যদিও আমাদের কিছু লোকের অভাব রয়েছে তারপরও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করি আমরা গতকালকেও পঞ্চপট্টি হইতে পোস্ত খোলা পর্যন্ত আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসতেছি বায়ু দূষণের উপরে এছাড়াও ইটভাটা আছে শিল্প প্রতিষ্ঠান আছে যানবাহনের কালো ধোঁয়া শব্দ দূষণ এরকম বিভিন্ন বিষয়ে আমরা মোবাইল কোড করে থাকি

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com