শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ-
সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত সাব-ইন্সপক্টের নুর ই আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্স সহ ১৩/১১/২০২৫গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া সাকিনস্থ সোনামিয়া মার্কেট চাউল পট্টি সাজেদা খাদ্য বিতরণ দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে জানতে পেরে অফিসার ও ফোর্স নিয়ে উল্লিখিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত উক্ত আসামি দৌড়িয়ে পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামি মোঃ জসিম (৪০) কে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। মোঃ জসিম (৪০), পিতা- সায়েদ আলী, মাতা- খুরশিদা বেগম, সাং- মিজমিজি টিসি রোড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।