শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ-
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন যারা ক্লিন ইমেজের স্বচ্ছ প্রার্থী তাদের ঐ তিনি মনোনয়ন দিবেন। আমার কর্মীরা কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদস্যুতার সাথে যুক্ত নয়। আমি একজন ক্লিন ইমেজের ব্যক্তি।তাই আমি আশা করি দল আমাকেই মনোনয়ন দিবে।
১৪ ই নভেম্বর (শুক্রবার) ফতুল্লার এনায়েতনগরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিগত দেড় দশক স্বৈরাচার সরকারের কারণে আমি সহ আমার সমর্থক কর্মী বাহিনী ও সর্বোপরি বিএনপি নেতারা অনেক হামলা মামলা শিকার হয়েছে।এ আসনের মানুষ গডফাদারের দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল। তারা প্রকৃত অর্থে উন্নয়ন এর ছোঁয়া পায়নি। তাই আমি ঘোষণা দিচ্ছি আমি যদি মনোনয়ন পাই এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনাদের প্রত্যাশা মত এই আসনকে সাজাবো আমি। এ আসনে আমি নির্বাচিত হলে কোন সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসা ভূমিদস্যতা সহ কোন অপকর্ম থাকবে না। আমি এবং এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে আমার কর্মীরা এসব অপকর্ম থেকে বহু দূরে। এ সময়ে ফতুল্লা থানা ও এনায়েত নগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন