শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চেকপোস্ট ও  টহল আমি ক্লিন ইমেজের তাই আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে – শাহআলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী রাকিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা এনসিপি’র নতুন কার্যালয় উদ্বোধনে রাজনৈতিক বার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

চট্রগ্রামে চাক্তাই আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মাসুদ পারভেজ  বিভাগীয় ব্যুরো
নগরীর চাক্তাইয়ে পলিথিন উৎপাদন কারখানা বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রি’তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসান। এ সময় কারখানাটি থেকে প্রায় ৫৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া পাশের অপর একটি গোডাউন থেকে ২ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব পলিথিনের মালিক কে তা নিশ্চিত হওয়া যায়নি। সবমিলে ২ দশমিক ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন। গতকাল চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ অভিযান পরিচালনা করেন। তাকে সহযোগিতা করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক, পরিদর্শক ও বাকলিয়া থানা পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান  বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিতে অভিযান চালিয়েছি। অভিযোগ ছিল কারখানাটিতে সরকারিভাবে অনুমোদিত ৫৫ মাইক্রনের চেয়ে কম পুরুত্বের পলিথিন উৎপাদন করা হচ্ছে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দেখা যায়, কারখানাটিতে ৩২ থেকে ৪৫ মাইক্রন পুরুত্বের বিভিন্ন রকম পলিথিন উৎপাদন করা হচ্ছিল। এসময় কারখানাটি থেকে এই রকমের প্রায় ৫৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়। কারখানা মালিক অভিযোগ স্বীকার করায় তাকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছি।
ম্যাজিস্ট্রেট বলেন, পরবর্তীতে পাশের আরেকটি জায়গায় নিষিদ্ধ পলিথিন ভর্তি আরেকটি গোডাউনে অভিযান চালায় আমরা। সেখান থেকে ২ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তবে গোডাউনটির মালিক সেটি কোন এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন দাবি করলেও তার সপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com