ওমর, বিভাগীয় ব্যুরো চীফ সিলেট: হবিগঞ্জের মাধবপুরে গতকাল ১৮ই ফেব্রুয়ারি আনুমানিক ৪:১০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৬/এমপি হইতে আনুমানিক ৮৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সস্তা মোড়া নামক স্থান হইতে দুই জন মাদক চোরাকারবারী (১) মোঃ রুবেল মিয়া (২৯), পিতা- মৃত মোঃ আনিছ উল্লাহ, গ্রামঃ- পশ্চিম ফুকরা, পোষ্টঃ- পশ্চিম ফুকরা, থানাঃ- বানিয়াচং, জেলাঃ- হবিগঞ্জ (২) মোঃ ইউসুফ (১৯), পিতা- মোঃ আলফু মিয়া, গ্রামঃ- আরসুপপুর, পোষ্টঃ- মনতলা, থানাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ কে ভারতীয় গাঁজা ২ কেজি, অটোরিক্সা-১টি, এবং ২টি মোবাইল ফোন সহ আটক করে।

আটককৃত মাদক দ্রব্য, অটোরিক্সা এবং মোবাইল ফোনের সিজার মূল্য প্রায় ২,২৩,৫০০ (দুই লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদক দ্রব্য, অটোরিক্সা, এবং মোবাইল ফোন সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,মাধবপুর সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান আছে।