বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার হোসাইন (৪) নামে এক শিশুকে সম্পত্তি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হত্যা করে সেচ পাম্পের ভিতরে ঢুকিয়ে
রাখার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে নিহত শিশুর মা রোকসানা বাদী হয়ে গত (৮ ফেব্রুয়ারী) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের খারিয়ারচরচর এলাকায়।

নিহতের মা ওই গ্রামের প্রবাসী রাজ মিয়ার স্ত্রী রোকসানার থানায় দেয়া অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই গ্রামের মৃত মোস্তফার ছেলে কামালের সাথে তার একটি জায়গা ক্রয় করার বিষয়ে দ্বন্দ্ব ছিল।

এ বিষয়ে কয়েকদিন আগে কামাল তাকে এই বলে হুমকী দিয়েছিল যে, কামাল তার অপুরণীয় ক্ষতি করবে যা সাড়া জীবন কেঁদেও পূরণ করতে পারবে না।

(শুক্রবার) ৭ ফেবুয়ারী দুপুরে রোকসানা তার শিশু পুত্র হোসাইন কে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে গিয়ে হোসাইনকে কামালের উপস্থিতিতে তার সেচ মেশিনের পাশে বসিয়ে রেখে নদীতে নামে। গোসল শেষে তীরে উঠে রোকসানা তার ছেলেকে মেশিনের পাশে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে।বিকেল ৫ টার দিকে তার সন্দেহ হয় যে, কামাল তার ছেরেকে লুকিয়ে রেখেছে। এই সন্দেহের উপর রোকসানা গ্রামবাসীকে সাথে নিয়ে কামালকে চাপ দেয়।

এ সময় কামালের ছেলে সোহাগ নিহত শিশুর চাচা মোহসীনকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এক পর্যায়ে শত শত লোকজনের চাপের মুখে মেশিনের বড় লোহার পাইপের নাট খুলতে বাধ্য হয় কামাল।

পরে উপস্থিত জনতা হোসাইনের ক্ষত বিক্ষত লাশ পাইপের ভিতরে দেখতে পেয়ে পুলিশ এবং গণমাধ্যমকে বিষয়টি জানায়।পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

রোকসানার অভিযোগ, কামাল তার ছেলেকে হত্যা করে পাইপের ভিতরে ঢুকিয়ে রেখেছে।

এ ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, মর্মান্তিক এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবতর্ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।