ওমর,বিভাগীয় ব্যূরো চীফ সিলেটঃ জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের উপরে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক।
৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে ০০:৩০ ঘটিকার সময়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা-কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে- ২,০১২ পিস আটক করে। আটককৃত অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লের সিজার মূল্য প্রায় ১ কোটি ৬০ হাজার টাকা। আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লেসহ যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।