শেখ নিয়াজ মোহাম্মদ,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাহানারা বেগম (৫০) নামের এক গৃহবধুর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নং ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম (৫০) সে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। তিনি বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় ভাড়ায় বসবাস করতেন ।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত দুইটার দিকে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো. মামুন খালাসী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার জানিয়েছে ইতিপূর্বেও কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।