শেখ নিয়াজ মোহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৬ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর আগে শুক্রবার ৩ টার দিকে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করাহয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ নাজমুল (২৮) কুমিল্লার কোতয়ালী থানার সুজানগর এলাকার নজরুল ইসলামের ছেলে,ও মোঃ কামরুজ্জামান (২৮) একই জেলাও থানার খামার কৃষ্ণপুর এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানায়, মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের অভিযান পরিচালনা করাহয়। এসময় কুমিল্লা থেকে ঢাকা গামী একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়া থামানো হয়।

তখন গাড়ী থেকে দুইজন লোক নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের কাছ থেকে মোট ১৬ কেজি গাঁজা ও ১০০ বাতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে এনে দেশের বিভিন্ন জায়গায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।