বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের গেরদা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাসে পড়ে নিহত পাঁচ যাত্রীর পরিচয় মিলেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ বন্দর থানার দড়ি সোনাকান্দা গ্রামের আলমগির হোসেনের স্ত্রী উম্মে তাদসুমা রিনতু (৩০), শহরের ভূইয়াপাড়া এলাকার সাঈদ ভুঁইয়ার স্ত্রী আতিকা রহমান ভুঁইয়া (৩৬), ভূইয়াপাড়া এলাকার হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫) ও একই এলাকার মামুন চৌধুরীর স্ত্রী ফাহমিদা সারমীন মুন(৫০) ও শহরের মাসদাইর এলাকার মামুন চৌধুরী লিটন (৫০)।
মঙ্গলবার ৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের গেরদা কাফুরা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত দুজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।