মোঃ শাহিন চৌধুরী, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির টহলদল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্তের ৫০ গজের মধ্যে সোনাই নদী হতে অবৈধ ভাবে উত্তোলনকৃত বালু এবং ইঞ্জিন চালিত মাহিন্দ্রা ট্রাক আটক।
তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে ২৭শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ১২:৫০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বড়জ্বালা বিওপির বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯০/১২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্তের ৫০ গজের মধ্যে সোনাই নদী হতে অবৈধ ভাবে উত্তোলনকৃত ১৩০ ফুট বালু এবং বালু পরিবহনের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত মাহিন্দ্রা ট্রাক্টর আটক করে। আটককৃত অবৈধ ভাবে উত্তোলনকৃত বালু এবং ইঞ্জিন চালিত মাহিন্দ্রা ট্রাক হবিগঞ্জ কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি(অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, হবিগঞ্জ সীমান্তের ১৫০ গজের মধ্য হতে অবৈধভাবে বালু উত্তোলনসহ যে কোন ধরণের অবৈধ কার্যক্রম যাতে না করতে পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।