আল-আমিন সরকার, উল্লাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশে ৪০ শতাংশ নারী কোন না কোনভাবে নির্যাতনের শিকার হন। আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমে আসবে। নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নিলুফা ইয়াসমিন। এবং ৬নং দূর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান সভাপতিত্বে করেন। চেয়ারম্যান বলেন , নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে কোন পার্থক্য নেই। নারীদের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। আমাদের মেয়েদের মেধা ও মননে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যায়।এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশারমানুষ অংশ নেন।