মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টারঃ

পাবনা জেলা আতাইকুলা যৌতুকের দাবিতে দিনে পর দিন গৃহবধূকে মারপিত ও পরিশেষে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আসলাম হোসেন কাজল এর বিরুদ্ধে।

শনিবার (৪ জুন) দুপুরে পাবনা সদর উপজেলার আতাইকুলা পিরপুর এই ঘটনা ঘটে।

রোববার (৪ জুন) সন্ধ্যা নিহতের মরদেহ উদ্ধার করে, আতাইকুলা থানা থেকে পাবনা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ওই গৃহবধুর নাম সাহানাজ খাতুন (৩০)।
তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নে আব্দুল ওহাব মুল্লার মেয়ে।

এ ঘটনায় প্রধান আসামী হলেন, স্বামী আসলাম হোসেন কাজল খান (৪০)। স্বামী কাজল পাবনা সদর উপজেলার পিরপুর গ্রামের মৃত্যু আব্দুল আবুল মাস্টার এর ছেলে।

নিহত গৃহবধূর স্বজনরা জানান, ২০ বছর আগে পারিবারিকভাবে মোঃ আসলাম হোসেন কাজল এর সাথে একই উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের সানাজ খাতুনের বিয়ে হয়।
বিয়ের সময়, যৌতুক এর দাবি করে কাজলের পরিবার।

যৌতুক এর জেরে শনিবার দুপুরে সাহানাজ খাতুনের সাথে যৌতুক নিয়ে তর্কে লিপ্ত হয় স্বামী কাজল ।
এক পর্যায়ে কাজল- সাহানাজকে মারধর করে। এতে গুরুতর আহত হয় সাহানাজ খাতুন।

পরে রাত আনুমানি সন্ধ্যা ৭ টার দিকে সাহানাজ খাতুন এর মৃত্যু হয় । পরে আতাইকুলা থানা পুলিশ আসলামকে গ্রফতার করে।