🎨 কন্ট্রোল প্যানেল

💧 ওয়াটারমার্ক

📰 শিরোনাম

📝 নিউজ বর্ণনা

🎨 লেআউট

👥 ফুটার

Tuesday, 29 October 2024
DailyAgnishikha
বিএনপি’র সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল,। শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা বুরো প্রধান। ঝিনাইদহ,। ৪,।কালিগঞ্জ ও সদরের একাংশ। আসনের সাবেক ও

বিএনপি’র সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল,। শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা বুরো প্রধান। ঝিনাইদহ,। ৪,।কালিগঞ্জ ও সদরের একাংশ। আসনের সাবেক ও

Daily Agnishikha
বিএনপি’র সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টুর ইন্তেকাল,। শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা বুরো প্রধান। ঝিনাইদহ,। ৪,।কালিগঞ্জ ও সদরের একাংশ। আসনের সাবেক ও জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি,। শহিদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার, (২৮অক্টোবর) রাত, (১২)দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদ যন্ত্রের ঐিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে, তার বয়স হয়েছিল, (৭৮)বছর জ্যৈষ্ঠ এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিএনপি নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক, সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত,। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা 11 টার ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার জানাজ অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শহিদুজ্জামান বেলতু,। (১৯৯২,১৯৯৬,ও,২০০১,)সালে বিএনপি’র প্রার্থী হিসেবে ঝিনাইদহ( ৪)আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বষীয়ান এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি’র নির্বাহী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিদ্র ইসলাম অমিত, তিনি বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,।
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ আলম । সম্পাদক কর্তৃক "তুহিন প্রেস", ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত হয়। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২১৯/২ ফকিরাপুল (১ম গলি),মতিঝিল ঢাকা মোবাইলঃ ০১৯১৯-৪১৯৭৯৬, ০১৮১৬-৩৯৩২২৩, ই-মেইলঃ agnishikha40@gmail.com, ওয়েবসাইটঃ www.thedailyagnishikha.com

🖨️ প্রিন্ট করুন