ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধ বয়সের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারোদহ গ্রামের মৃত বাবুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস(৬২) বৃহস্পতিবার (১৬মে) রাত্র আনুমানিক ০১টার দিকে বসত বাড়ির পাশে পরিবারের সকলের অজান্তে একটি নিম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার এস আই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
 উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।মামলা নং (২৪) পারিবারিক ও কালিগঞ্জ থানা সূত্রে জানা গেছে নিহত মিজানুর রহমান বিশ্বাস দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।