নিজস্ব প্রতিবেদকঃ জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়ুশিফুমি আজ বুধবার (২৪ জানুয়ারি) টোকিওর বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী ইয়ুশিফুমি দুপুরে বাংলাদেশ দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, তাঁর সহধর্মিণী শাহিনা আখতারসহ দূতাবাসের কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ এবং জাপানের সরকার ও জনগণের প্রতি সংহতি জানানোয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সম্প্রতি জাপানের মন্ত্রিসভার রদবদলের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় সুগে ইয়ুশিফুমিকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। তিনি কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত যৌথ ঘোষণা বাস্তবায়নে প্রতিমন্ত্রী ইয়ুশিফুমির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত জানান, জাপানে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং এ সংকট মোকাবেলায় বাংলাদেশ সম্ভব সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি এ সমস্যার সমাধানে এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে জাপানকে আরো উদ্যোগী ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন।
রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশের সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের কার্যকালে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।