সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ, রামপাশা গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব অধ্যক্ষ নেছার আহমদ ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা ১৮ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েকদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর।

অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার তাঁর মরদেহ ঢাকা থেকে বিশ্বনাথের রামপাশা গ্রামের বাড়িতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন মরহুমের নিকটাত্মীয় মাস্টার হেকিম উদ্দিন।

তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজ আগামী শনিবার (৩১ জানুয়ারি) বাদ আছর রামপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে ছাত্র-ছাত্রী, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তিবর্গ ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।