আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত এ গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতাকর্মীরা বিভিন্ন বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভায় স্থানীয় নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপি নেতৃবৃন্দ জানান, নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়া হবে।