আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাঁর সহধর্মিণী নওশীন আরজান চৌধুরী হেলাল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নাঙ্গলমোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন তিনি। এসময় সাধারণ মানুষ বিশেষ করে নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিন দুপুরে নাঙ্গলমোড়া হালদা নদীর পূর্বপাড়া এলাকা ৭নম্বর ওয়ার্ড থেকে প্রচারণার সূচনা হয়। নওশীন আরজান চৌধুরী হেলাল ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং ব্যারিস্টার মীর হেলালের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তিনি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন করেন। পরবর্তীতে ইব্রাহীম মার্কেটে নাঙ্গলমোড়া ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয় উদ্বোধন শেষে ৪ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী পাড়া এলাকায় গণসংযোগ করেন। দিনের শেষভাগে তিনি শামসুল আলম ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র ও দক্ষিণ নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।

প্রচারণাকালে নওশীন আরজান চৌধুরী হেলাল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। সেদিন ফজরের নামাজের পরপরই আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। নিজের ভোটটি যেন দিনের প্রথম ভোট হয়। এমন ইতিবাচক প্রতিযোগিতা সকল ভোটারের মধ্যে থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নির্বাচিত হলে হাটহাজারীর প্রধান অভিশাপ জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবেন। দখল হওয়া খাল উদ্ধার ও নদী খননের মাধ্যমে হাটহাজারীকে বন্যার কবল থেকে রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।

এদিন গণসংযোগকালে উপস্থিত ছিলেন,নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহিদুল্লাহ দিলু, নাংগলোমোড়া বিএনপি’র সভাপতি ড. সালাউদ্দীন আলী, প্রবিন বিএনপির নেতা আবুল কালাম মানিক, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক সেলিম হাসান,জাহাঙ্গীর আলম মুন্সী, দিদারুল আলম মুন্সী, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সাধারণ ভোটাররা ব্যারিস্টার হেলালের সহধর্মিণীকে কাছে পেয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।