আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উন্মুক্ত প্রার্থী প্রীতম দাশের পক্ষে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘এই নির্বাচনের সঙ্গে গণভোটও জড়িত। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।’
তিনি বলেন, ‘একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করেছে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’
এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। সভা শেষে একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করা হয়, যা শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক প্রমুখ।