রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী সেগুন কাঠ জব্দ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে এই সাফল্য অর্জন করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় সকাল আনুমানিক ৯টা থেকে রিভারঘাট পোস্টের একটি টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. রুস্তম আলীর নেতৃত্বে টহল দলটি বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে।

অভিযানকালে কাঠগুলোর কোনো বৈধ মালিক বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়ায় সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত সেগুন কাঠের মোট পরিমাণ ১৯৬ দশমিক ৬৯ ঘনফুট, যার আনুমানিক বাজারমূল্য বা সিজার মূল্য ৮ লাখ ৪৫ হাজার ৭৬৭ টাকা।

বিজিবির ধারণা, পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করা এসব সেগুন কাঠ পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় মজুত রাখা হয়েছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠগুলো ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও অবৈধ বনজ সম্পদ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। চোরাকারবারিরা নানা কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের বনজ সম্পদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত সেগুন কাঠ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ অথবা যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।