বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি সিআইডি’কে সরবরাহ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা সিআইডি’র পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, কৌশিক হোসেন তাপস গত ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পূর্ব ঘোষিত কর্মসূচিতে মারাত্মক দেশী ও বিদেশী অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্রদের উপর অতর্কিত হামলা ও মারধরসহ গুলিবর্ষণ করে। সন্ত্রাসীদের গুলির আঘাতে বিভিন্ন ভিকটিম মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হওয়ার প্রেক্ষিতে উত্তরাপূর্ব থানার মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত আবেদন পত্রটি সিআইডি’র সদরদপ্তরের ‘যাচাই-বাছাই কমিটি’ কর্তৃক যাচাই/বাছাই পর্যালোচনান্তে সিদ্ধান্তের প্রেক্ষিতে কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানিলন্ডারিং অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

এমতাবস্থায়, সন্দিগ্ধ ব্যক্তি কৌশিক হোসেন তাপস  দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার ও সন্দিগ্ধ ব্যক্তি পলাতক হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে।

অপর একটি আবেদনে কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি সরবরাহের আবেদন করেন সিআইডি।