উপজেলা প্রশাসন, কুতুবদিয়া, কক্সবাজার-এর উদ্যোগে কুতুবদিয়া সরকারি মডেল হাই স্কুল এন্ড কলেজে “গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং” অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ জানুয়ারী) কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান।
ব্রিফিং সেশনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারীদের দায়িত্ব-বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়। বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রিয়েল-টাইম মনিটরিং করা হবে বলে জানানো হয়। পাশাপাশি এ প্রযুক্তির কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।