নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১:১৫ টায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি মোঃ মোমেন ওরফে টাইগার মোমেন (৪০)কে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

মোঃ মোমেন সোনারগাঁও এলাকায় ২০২৪ সালের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মোহাম্মদ আশিক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৬৫ নং আসামি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনের পাশাপাশি চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় ১৯টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, মোঃ মোমেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।