নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘FAIRDYL’সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নানের নির্দেশনায় এসআই (নিঃ) জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজার এলাকার বিবির বাজার রোডে রানার সুতার মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের পরিচয় দেন—
১. মোঃ মতিন মনির (৪৮), পিতা: মৃত হাকিম, স্ত্রী: শাহানারা বেগম, স্থায়ী ঠিকানা: ইন্দুরকান্দি হাসপাতালের পাশে, থানা: ইন্দুরকান্দি, জেলা: পিরোজপুর; বর্তমান ঠিকানা: কুড়েরঘাট খেয়াঘাটের পাশে, ঢাকা। ২. মোঃ শমসের আলী (৩২), পিতা: মৃত আসাদুল মিয়া, মাতা: শাহানারা বেগম, ঠিকানা: হাসাননগর বাবলা হাট চৌরাস্তা, থানা: কামরাঙ্গীরচর, ঢাকা।

তাদের হেফাজত থেকে ৬৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘FAIRDYL’ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ (রেজি নং: ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫) জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।