আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইর হাট ও ভেদরগঞ্জ) আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পূর্ব মাদারীপুর কলেজের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি। এতে নারায়ণগঞ্জে বসবাসরত ডামুড্যা, গোসাইর হাট ও ভেদরগঞ্জ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ও বিএনপির সহসভাপতি মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার।

ভার্চুয়াল বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। দীর্ঘদিন ধরে জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। এই নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের অংশ।

তিনি আরও বলেন, শরীয়তপুর-৩ আসনের মানুষ সবসময় অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করে এসেছে। ডামুড্যা, গোসাইর হাট ও ভেদরগঞ্জের জনগণ এবার ধানের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচিত হলে আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন অপু। সাধারণ মানুষের কথা জাতীয় সংসদে তুলে ধরাই হবে তাঁর প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে টিআইএম মহিতুল গনি মিন্টু সরদার বলেন, ধানের শীর্ষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু একজন ত্যাগী ও জনবান্ধব নেতা।

সভায় বক্তারা বলেন, শরীয়তপুর-৩ আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীর্ষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে অপুর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা।

মো: আলমগীর হোসেন বলেন, আজকের এই মতবিনিময় সভা ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ প্রয়াস। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।