আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র, পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত ওয়েবসাইট pr.ecs.gov.bd–এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের নিজ নিজ ক্যাটাগরি নির্বাচন করে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর ও প্রতিষ্ঠানের তথ্য প্রদান করতে হবে। পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।

আবেদন সাবমিটের পর একটি ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে, যার মাধ্যমে আবেদনটির অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।