ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সন্ধ্যায় এক বিশাল “নির্বাচনী জনসভা” অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রার্থীদের হাতে দলের নির্বাচনী প্রতীক “দাঁড়িপাল্লা” তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দলের প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি শৃঙ্খলা বজায় রেখে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।
জনসভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রার্থীদের পরিচিতি পর্ব ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।