কুমিল্লা জেলার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে হোমনা উপজেলার রাজাপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রিভলভার, তিনটি দেশীয় বন্দুক, দেশীয় বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এছাড়া নগদ ১৭ হাজার ৮০০ টাকা, ৯টি মোবাইল ফোন এবং ২টি ট্যাব জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।