রাজধানীর সায়দাবাদ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সায়দাবাদ বাস টার্মিনাল ও সংলগ্ন রেললাইন এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ জনি (৩৫), মোঃ জাহিদুল ইসলাম (৩৮), ওমর ফারুক (৩৪), সজিব (৩০), আশিক (২৬) ও প্রেমা খাতুন (২১)।

অভিযানে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৩টি ককটেল, ৫ সহস্রাধিক পিস ইয়াবা, ২৭০ প্যাকেট হেরোইন, বিদেশি মদ, নগদ ৮ লক্ষাধিক টাকা এবং দেশীয় ধারালো অস্ত্র।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।