সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে ২ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে “মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক”। ২৭ বিঘা জমিতে প্রায় সাড়ে পাঁচ হাজার আমগাছ নিয়ে প্রতিষ্ঠিত এ বাগানে দেশি-বিদেশি শতাধিক জাতের আমের পাশাপাশি বিশ্বের দামী জাপানি ‘মিয়াজাকি’ আমের চাষ শুরু হয়েছে।

যুক্তরাজ্য প্রবাসী মোঃ বশির আলী ও জামাল আলী দুই ভাইয়ের উদ্যোগে গড়ে ওঠা এ প্রকল্পে মাছ, গরু, মুরগি, ভেড়া, সুপারি, নারকেলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন হচ্ছে। এতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তারা বাগান পরিদর্শন করে উদ্যোগকে প্রশংসা করেন এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন।