নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় একটি আভিযানিক দল আজ শনিবার (২৪ জানুয়ারি) খ্রিষ্টাব্দ ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ২০(১২)০৭, ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর টেবিল ১(ক) অনুযায়ী জিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ বাদশা মিয়া (পিতা- হাতেম আলী), সাং- রেলীবাগান, টানবাজার, থানা ও জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়।
উক্ত মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আজই আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।