গাজীপুরে হারানো শখের মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত হয়েছেন ৫৪ জন মালিক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার-এর দিকনির্দেশনায় জিএমপি’র এলআইসি (LIC) শাখা বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমন ও নাগরিক সেবা প্রদানে জিএমপি যে বদ্ধপরিকর—এই উদ্যোগ তারই প্রতিফলন।

শনিবার (২৪ জানুয়ারি) জিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে এক আনন্দঘন পরিবেশে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোঃ জাহিদ হাসান ভূঞা, পিপিএম (বার)।

মোবাইল ফোন হস্তান্তরকালে তিনি বলেন,“পুলিশ জনগণের বন্ধু। নাগরিকদের নিরাপত্তা ও হারানো সম্পদ ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের মুখের এই হাসিই আমাদের কাজের মূল প্রেরণা।”

হারানো ফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মোবাইল ফেরত পাওয়া এক নাগরিক জানান,
“আশা ছেড়েই দিয়েছিলাম যে ফোনটি আর পাব। পুলিশের এই তৎপরতায় আমি অত্যন্ত আনন্দিত এবং জিএমপি’র প্রতি কৃতজ্ঞ।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও নাগরিকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।