নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মুছারচর এলাকায় শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক মোহাম্মদ সোহেলকে শ্বাসরোধ করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার মাত্র চার দিনের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সোহেলকে স্কচটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
তিনি বলেন, “প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের সব রহস্য উদঘাটন করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।
পিবিআই সূত্রে জানা গেছে, নিহত সোহেল জীবিকার তাগিদে অটোরিকশা চালাতেন। তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে একটি চক্র। ঘটনার পরপরই তদন্তে নামে পিবিআই এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।