আড়াইহাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রনি ভূঁইয়াকে আটক করেছে র‍্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং হাসান ভূঁইয়ার পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানিয়েছে, তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করে তাকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারের খবর প্রকাশের পর আড়াইহাজারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা র‍্যাবের এই অভিযানের প্রশংসা করেছেন এবং অপরাধ দমনে এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।