বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এছাড়া বগুড়া-২ আসনে নাগরিক ঐক্য’র সভাপতি মাহামুদুর রহমান মান্নার পক্ষে কেটলি প্রতীক নেন তার প্রতিনিধিরা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

এর আগে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। পরে দুপুর পর্যন্ত প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বগুড়ার সাতটি আসনে মোট ৩৪ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতীক পেয়েছেন। এর মধ্যে বিএনপির ৭ জন, জামায়াতে ইসলামীর ৭ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলনের ৭ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর প্রার্থিতা বাতিল হয়, তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন এবং একটি আসনে বিএনপির দুই প্রার্থী থাকায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণের পর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উল্লেখ্য, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা।