নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বগাদী দক্ষিণপাড়া সড়ক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় রহিম ডাকাত নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রহিম ডাকাত আড়াইহাজার উপজেলার জালাকান্দী এলাকার রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, তিনি একই এলাকার কুখ্যাত ডাকাত সর্দার সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী এবং তার ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। পাশাপাশি বর্তমানে তার বিরুদ্ধে আদালতের জারি করা তিনটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির ঘটনাগুলোর সঙ্গে রহিম ডাকাতের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।
এই গ্রেফতারের খবরে আড়াইহাজারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ডাকাত বিরোধী এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।