প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম বাসস’কে জানান, বেলা পৌনে ৩টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত ও তার সঙ্গে থাকা আরেকজন প্রতিনিধি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছান। মূলত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতেই তারা কমিশনে এসেছেন বলে জানান তিনি।